Header Image

সড়গাছি গ্রামে করোনা ভাইরাসের জন্যে যথাযথ ব্যবস্থা নিয়েছে গ্রামের কিছু তরুনরা।


সড়গাছি গ্রামে করোনা ভাইরাসের জন্যে যথাযথ ব্যবস্থা নিয়েছে গ্রামের কিছু তরুনরা।


রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাধীন সড়গাছি গ্রামের কিছু তরুনরা করোনা ভাইরাসের জন্যে যথাযথ ব্যবস্থা নিয়েছে, সেই গ্রামে। এই গ্রামে সকল জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, এ গ্রামের কিছু তরুনরা সর্বদা গ্রামের উন্নতি কল্পে বিনা স্বার্থে প্রতিনিয়ত কাজ করে আচ্ছে। তাদের মধ্যে উল্লেখ্য আছে নয়ন, আব্দুল্লাহ, রিংকু, মতিন, রহিদুল, সাগর, শিমুল, সাব্বির, সাব্বির শাহ্‌ এবং গ্রামের পেশ ইমাম শাহরিয়ার আলম। শুধু একটি কাজ নিয়ে তারা থাকে না, অনেক ধরণের কাজে তারা লিপ্ত থাকে। তবে এগুলো সমাজ কেন্দ্রিক, যা সমাজের মানুষের মঙ্গল বয়ে আনে। এবং তাদের সাথে কথা বলে জানা গেছে তারা যদি বাহিরে (সরকার) থেকে কোন সাহায্য পেত, তাহলে তাদের জন্যে গ্রামের মানুষদের সাহায্য করা সহজ হত। তবে তারা তাদের গ্রাম সহ অন্যান্য গ্রামেও অনুরূপ সাহায্য করতে চায়।  



Share:

No comments:

Post a Comment

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।