Header Image

আমাদের গ্রামের সমস্যাগুলির কথা।

আমাদের গ্রামের সমস্যাগুলির কথা
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাধীন সড়গাছী গ্রামে প্রায় তিন হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা এমনকি কৃষিক্ষেত ও স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে সড়গাছী গ্রামে খেটে খাওয়া হত দরিদ্র লোক জন বসবাস করে। এই হত দরিদ্র লোকদের কৃষিক্ষেতের জমিগুলো কিছু ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে এমনকি জোরপূর্বক ভাবে পুকুর খনন করছে এতে অনেক দরিদ্র কৃষক কৃষিক্ষেতে চাষ করতে না পেরে অসহায় হয়ে পরেছে বর্তমানে এই গ্রামের অধিকাংশ লোকেরা নিরক্ষক শিক্ষা দান হিসেবে এই গ্রামে একটি মাত্র ছোট বিদ্যালয় আছে এই বিদ্যালয়টি ছোট বলে কেউ প্রাধান্য দেয় না অনেকেই ভাবে এই বিদ্যালয়ে পড়াশুনা করে কিছু হবে না তাই ছেলে-মেয়েদের পড়াশুনা করাতে চায় না এই গ্রামে যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভয়াবহ। সড়গাছী গ্রামটা অনেক বড় একটি গ্রাম। এই গ্রামে তিন ভাগের একভাগ পাকা রাস্তা আর দুইভাগ কাঁচা রাস্তা এই পাকা রাস্তাটির অবস্থাটা এতই ভয়াবহ যেরাস্তাটি করার তিন মাস পর থেকে রাস্তাটি ভাঙতে ভাঙতে সরু হয়ে যাচ্ছে এমনকি এই গ্রামে একটি স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি গোরস্থান নেই অনেকেই টাকার অভাবে চিকিৎসা না করে মারা যায়আবার কেউ কেউ অসহায় হয়ে বিছানায় পরে আছে তাদের চিকিৎসা করার মত কোন আর্থিক ক্ষমতা নেই তাই এই মুহূর্তে আমাদের জরুরি সমস্যা তথা কৃষকদের কৃষিক্ষেত,শিক্ষার ব্যবস্থা করার জন্য মান-সম্মত বিদ্যালয়,রাস্তাঘাট মেরামত,একটি স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি গোরস্থান প্রয়োজন। এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি
ইতি
মোঃ সানোয়ার হোসেন সাব্বির
সড়গাছী, পুঠিয়ারাজশাহী
Share:

Public University Website Address In Bangladesh

Share:

B(+ve) Blood Group


                                                          B(+ve) Blood Group

নাম
ব্লাড গ্রুপ
বয়স
ওজন
ফোন নাম্বার
রক্ত দিতে প্রস্তুত
সানোয়ার হোসেন সাব্বির
B(+ve)
23
72
না




































































































































Share:

আপনি সড়গাছীর সকল কিছু মেনে নিয়েছেন।

সাধারণ কিছু কথা।

সড়গাছী গ্রাম সম্পর্কে যদি কোন মতবাদ/অভিমত থাকে তাহলে ডান পাশে Contact Us এর নিচে আপনার মূল্যবান মতবাদ/অভিমত প্রকাশ করুন।

সড়গাছী গ্রামের পক্ষথেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Contact Us

Name

Email *

Message *

রক্তের প্রয়োজনে।